Thursday 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Quiz For Govt Job in Bengali For WBPSC P11


Page 11

51. কে 'অমিত্রঘাত' নামে পরিচিত ছিলেন ?     
(A) বিম্বিসার    
(B) বিন্দুসার    
(C) অশোক    
(D) কালাশোক  ।

Correct Answer: [B] বিন্দুসার    ।
Add
52. মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে 'প্রিয়দর্শী' নামের ব্যবহার করতেন —     
(A) বিম্বিসার      
(B) অশোক      
(C) চন্দ্রগুপ্ত মৌর্য     
(D) বৃহদ্রথ

Correct Answer: [B] অশোক      ।
Add
53. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?        
(A) বিম্বিসার     
(B) অজাতশত্রু      
(C) মহাপদ্ম নন্দ     
(D) চন্দ্রগুপ্ত মৌর্য  

Correct Answer: [A] বিম্বিসার     ।
Add
54. ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসতি ছিল
(A) সিন্ধু
(B) গুজরাট
(C) পাঞ্জাব
(D) রাজস্থান
[WBCS - 2011]

Correct Answer: [C] পাঞ্জাব।
Add
55. ভারতীয় সংগীতের উৎস হিসাবে কোন বেদ কে অনুসরণ করা যেতে?
(A) যজুর
(B) অথর্ব
(C) রিগ
(D) সাম

Correct Answer: [D] সাম।
Add


0 Comments:

Post a Comment