Thursday 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation Online through MCQ and Short Note in Bengali P8


Page 8

36. কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছিল
(A) মোহেনজো-দারো
(B) কালিবঙ্গান
(C) লোথাল
(D) হার্পা
[WBCS - 2011]

Correct Answer: [A] মোহেনজো-দারো।
Add
37. ঋকবেদে মোট কটি স্ত্রোত্র আছে ?
(A) 731
(B) 1028
(C) 1019
(D) 1280

Correct Answer: [B] 1028।
Add
38. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ?
(A) আকবর মহম্মদ
(B) বিন তুঘলক
(C) ইলতুৎমিস
(D) আলাউদ্দিন খলজী
[WBCS - 2017]

Correct Answer: [B] বিন তুঘলক।
Add
39. আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন?
(A) মৌর্য যুগ
(B) গুপ্ত যুগ
(C) পাল যুগ
(D) সুলতানি যুগ
[WBCS 2019]

Correct Answer: [B] গুপ্ত যুগ।
Add
40. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
(A) কৌটিল্য
(B) রবি কীর্তি
(C) হরিসেন
(D) নয়নিকা

Correct Answer: [B] রবি কীর্তি।
Add


0 Comments:

Post a Comment