Thursday 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Govt Job Preparation For Graduates Student P6


Page 6

26. দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে ?
(A) রিশবনাথ
(B) শংকরচার্য
(C) বুদ্ধ
(D) মহাবীর
[WBCS - 2013]

Correct Answer: [D] মহাবীর।
Explanation: জৈন ধর্মানুযায়ী 24 জন তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। তার প্রতীক ছিল সিংহ। প্রথম তীর্থঙ্কর ছিলেন রিসভনাথ । জৈন ধর্ম শেতাম্বর ও দিগম্বর এ বিভক্ত ছিল। পার্শ্বনাথ (23-তম তীর্থঙ্কর) ছিলেন প্রকৃত প্রবর্তক। তার 14টি অনুশাসনের মধ্যে 12টি প্রধান অনুশাসন নিয়ে গঠিত হয় দ্বাদশঅঙ্গ। জৈন ধর্মের ত্রিরত্ন হলো প্রকৃত ভক্তি , যথার্থ জ্ঞান ও সামক্য আচরণ।
Add
27. তহকিক ই হিন্দ কে রচনা করেন?
(A) আল বিরুনী
(B) সুলেমান
(C) অল মাসুদি
(D) অল-বিলাদরি

Correct Answer: [A] আল বিরুনী।
Explanation: আলবিরুনি একজন ইরানী পন্ডিত ছিলেন। গজনীর সুলতান মাহমুদের রাজসভার জ্যোতিষ ছিলেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সহচর আলবিরুনি তার গ্রন্থ কিতাব-উল-হিন্দ এ তৎকালীন ভারতের বিবরণী তুলে ধরেছেন। এতে ভারতীয় ধর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেছেন। কিতাব-উল-রেহালা লিখেছে ইবন-বতুতা। তিনি মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন।
Add
28. চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া যায় ?
(A) ঋকবেদের দশম মন্ডলের পুরুষসূক্তে
(B) ত্রিপিটকের অভিধর্ম পিটক
(C) মুণ্ডক উপনিষদ
(D) রামায়ণের অযোধ্যা কান্ডে
[WBCS - 2015]

Correct Answer: [A] ঋকবেদের দশম মন্ডলের পুরুষসূক্তে।
Explanation: সমগ্র ঋখবেদ 10 টি মন্ডলে বিভক্ত। এতে মোট 1028টি স্তবগান আছে। ঋকবেদের প্রথম ও দশম মন্ডল পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল বলে মনেকরা হয়। দশম মন্ডলের পুরুষা-সুক্ত তে প্রথম বর্ণ ব্যাবস্থার কথা উল্লেখ আছে।
Add
29. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা কোন গ্রন্থে উল্লেখ আছে?
(A) ফো-কুয়ো-কি
(B) সি-ইউ-কি
(C) গঞ্জম লিপি
(D) আইহোলে লিপি
[WBCS - 2018]

Correct Answer: [D] আইহোলে লিপি।
Explanation: চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। তিনি আইহোল প্রশস্তি রচিত করেন। এতে দ্বিতীয় পুলকেশীর হর্ষবর্ধন বিরুদ্ধে জয়ের কথা উল্লেখ আছে।
Add
30. গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে?
(A) খারবেল
(B) সমুদ্রগুপ্ত
(C) শশাঙ্ক
(D) রুদ্রদমন
[WBCS - 2018]

Correct Answer: [C] শশাঙ্ক।
Explanation: গৌড় রাজ শশাঙ্ক কথা উল্লেখ আছে গাঞ্জম লিপিতে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে তার রাজধানী ছিল।
Add


0 Comments:

Post a Comment