Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Modern History in Bengali For WBPSC Exam P62


Page 62

305. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধি
(D) বি. আর. আম্বেদকর
[WBCS - 2017]

Correct Answer: [C] মহাত্মা গান্ধি।
Add
306. কে নাটকীয় পরিবেশনা আইন (dramatic performances Act) পাস করেছিলেন ?
(A) লর্ড কার্জন
(B) লর্ড লিটন।
(C) লর্ড আমহারস্ট
(D) লর্ড ডালহৌসি

Correct Answer: [B] লর্ড লিটন।।
Add
307. কে প্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করেন ?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড রিপন
(D) লর্ড লিটন

Correct Answer: [B] লর্ড ক্যানিং।
Add
308. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ?
(A) লর্ড লিটন
(B) লর্ড ডালহৌসী
(C) লর্ড ওয়েলেসলী
(D) লর্ড কার্জন
[WBCS - 2015]

Correct Answer: [A] লর্ড লিটন।
Add
309. কোথায় 'ভয়েস অব ইন্ডিয়া' পত্রিকা প্রকাশিত হয়েছিল?
(A) কলকাতা
(B) বোম্বে
(C) মাদ্রাসা
(D) দিল্লি

Correct Answer: [B] বোম্বে।
Add


0 Comments:

Post a Comment