Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Modern History in Bengali For WBPSC Exam P62


Page 62

305. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধি
(D) বি. আর. আম্বেদকর
[WBCS - 2017]

Correct Answer: [C] মহাত্মা গান্ধি।
Add
306. কে নাটকীয় পরিবেশনা আইন (dramatic performances Act) পাস করেছিলেন ?
(A) লর্ড কার্জন
(B) লর্ড লিটন।
(C) লর্ড আমহারস্ট
(D) লর্ড ডালহৌসি

Correct Answer: [B] লর্ড লিটন।।
Add
307. কে প্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করেন ?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড রিপন
(D) লর্ড লিটন

Correct Answer: [B] লর্ড ক্যানিং।
Add
308. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ?
(A) লর্ড লিটন
(B) লর্ড ডালহৌসী
(C) লর্ড ওয়েলেসলী
(D) লর্ড কার্জন
[WBCS - 2015]

Correct Answer: [A] লর্ড লিটন।
Add
309. কোথায় 'ভয়েস অব ইন্ডিয়া' পত্রিকা প্রকাশিত হয়েছিল?
(A) কলকাতা
(B) বোম্বে
(C) মাদ্রাসা
(D) দিল্লি

Correct Answer: [B] বোম্বে।
Add


0 Comments:

Post a Comment