Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ with Solution of Modern Indian History P68


Page 68

335. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?
(A) রামমোহন
(B) ডিরোজিও
(C) দেবেন্দ্রনাথ
(D) ডেভিড হেয়ার
[WBCS - 2011]

Correct Answer: [B] ডিরোজিও।
Add
336. প্রথম মারাঠা যুদ্ধ কার সময়ে ঘটেছিল?
(A) ওয়ারেন হাস্টিং
(B) উইলিয়াম বেন্টিঙ্ক
(C) মার্কুইস কর্নওয়ালিস
(D) চার্লস ক্যানিং

Correct Answer: [A] ওয়ারেন হাস্টিং।
Add
337. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসন কালে ?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) উইলিয়ম বেন্টিঙ্ক
(C) মাকুয়েস কর্ণওয়ালিস
(D) চার্লস ক্যানিং
[WBCS - 2015]

Correct Answer: [A] ওয়ারেন হেস্টিংস।
Add
338. বঙ্গ-ভঙ্গ রদ হয়েছিল
(A) 1905
(B) 1906
(C) 1911
(D) 1909
[WBCS - 2011]

Correct Answer: [C] 1911।
Add
339. বিখ্যাত 'ভারতমাতা' ছবির চিত্রশিল্পী কে ছিলেন?
(A) গগমেন্দ্র নাথ ঠাকুর
(B) আবাহনী নাথ ঠাকুর।
(C) নন্দলাল বসু
(D) জামিনি রায়

Correct Answer: [B] আবাহনী নাথ ঠাকুর।।
Add


0 Comments:

Post a Comment