Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge of Indian Geography P7


Page 7

31. বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে—
(A) 'Subsidence' বা নিমজ্জন
(B) 'Emergence' বা উত্থান
(C) Progradation
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] 'Emergence' বা উত্থান।
Add
32. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভুক্ত করা হয়েছে—
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ গাছের জন্য
(D) জীব বৈচিত্র্যের জন্য
[WBCS - 2012]

Correct Answer: [C] ম্যানগ্রোভ গাছের জন্য।
Add
33. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
(A) ওড়িশা
(B) ঝাড়খন্ড
(C) ছত্তিশগড়
(D) পশ্চিমবাংলা
[WBCS - 2013]

Correct Answer: [B] ঝাড়খন্ড।
Add
34. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
(A) 70%
(B) 75%
(C) 77%
(D) 80%
[WBCS - 2013]

Correct Answer: [C] 77%।
Add
35. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
(A) 6
(B) 7.55
(C) 8.24
(D) 9.12
[WBCS - 2013]

Correct Answer: [B] 7.55।
Add


0 Comments:

Post a Comment