Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation Online Indian Geography in Bengali P8


Page 8

36. ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক ?
(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাডু
(D) অন্ধ্রপ্রদেশ
[WBCS - 2013]

Correct Answer: [A] উত্তরপ্রদেশ।
Add
37. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) অন্ধ্রপ্রদেশ
(D) পাঞ্জাব
[WBCS - 2013]

Correct Answer: [A] মহারাষ্ট্র।
Add
38. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
(A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য
(B) গির আরণ্য
(C) সুন্দরবন
(D) বন্দিপুর জাতীয় উদ্যান
[WBCS - 2013]

Correct Answer: [D] বন্দিপুর জাতীয় উদ্যান।
Add
39. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক
(A) জেট স্ট্রিম
(B) তাপমান
(C) হিমালয় পর্বতের অবস্থিতি
(D) নিম্ন বায়ুর গতিবিধি
[WBCS - 2013]

Correct Answer: [B] তাপমান।
Add
40. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
(A) পালনী পর্বত
(B) নীলগিরি পর্বত
(C) পালঘাট গ্যাপ
(D) আন্নামালাই পর্বত
[WBCS - 2013]

Correct Answer: [B] নীলগিরি পর্বত।
Add


0 Comments:

Post a Comment