Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS, WBHRB, WBP, Rail Exam Preparation in Bengali P51


Page 51

251. স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন
(A) বিঠলভাই জে প্যাটেল ও ডঃ আনসারি
(B) এম. এন. রায় ও মুজফফর আহমেদ
(C) মতিলাল নেহরু ও সি. আর. দাশ
(D) বি আর আম্বেদকর ও পি সি যোশী
[WBCS - 2019]

Correct Answer: [C] মতিলাল নেহরু ও সি. আর. দাশ।
Add
252. হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন ?
(A) এন এম যোশি
(B) ভি বি প্যাটেল
(C) জি এল নন্দ
(D) দাদাভাই নওরোজী
[WBCS - 2016]

Correct Answer: [C] জি এল নন্দ।
Add
253. কে কলকাতা 'ভারতসভা' (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?
(A) ডব্লু.সি.ব্যানার্জি
(B) এস.এন.ব্যানার্জি
(C) সুভাষচন্দ্র বসু
(D) চিত্তরঞ্জন দাশ
[WBCS - 2011]

Correct Answer: [B] এস.এন.ব্যানার্জি।
Add
254. নীলদর্পণ” নাটকটির রচয়িতা হলেন
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সুভাষচন্দ্র বসু
(C) মাইকেল মধুসূদন দত্ত
(D) দীনবন্ধু মিত্র

Correct Answer: [D] দীনবন্ধু মিত্র।
Add
255. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন
(A) 1898 খ্রিস্টাব্দে
(B) 1899 থিস্টাব্দে
(C) 1896 খিস্টাব্দে
(D) 1897 খ্রিস্টাব্দ

Correct Answer: [D] 1897 খ্রিস্টাব্দ।
Add


0 Comments:

Post a Comment