Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography [Bengali] - Selected MCQ From WBPSC P24


Page 24

116. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
(A) তোর্সা
(B) রাইডাক
(C) মেছি
(D) পাগলা
[WBCS - 2013]

Correct Answer: [B] রাইডাক।
Add
117. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
(A) বর্ষার প্রথমে
(B) বর্ষা শেষে
(C) শীতকালে
(D) গ্রীষ্মকালে
[WBCS - 2013]

Correct Answer: [A] বর্ষার প্রথমে।
Add
118. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
(A) লৌহ
(B) কয়লা
(C) বক্সাইট
(D) পেট্রোলিয়াম
[WBCS - 2013]

Correct Answer: [B] কয়লা।
Add
119. পাট চাষের প্রধান ক্ষেত্র হল
(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরল
(D) হিমাচল প্রদেশ
[WBCS - 2013]

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ।
Add
120. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
(B) উত্তর বাংলা সমতলভূমিতে
(C) পূর্বের জেলাগুলিতে
(D) রাঢ় অঞ্চলে
[WBCS - 2013]

Correct Answer: [D] রাঢ় অঞ্চলে।
Add


0 Comments:

Post a Comment