Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

প্রাচীন ভারতের ইতিহাস MCQ Practice Set P18


Page 18

86. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?     
(A) প্রিয়দর্শী    
(B) ধম্মাশোক    
(C) দৈবপুত্র    
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন
[WBCS - 2018]

Correct Answer: [D] দেবনামপ্রিয় প্রিয়দর্শন।
Add
87. গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টস' বলা হয়েছে  ?       
(A) অশোক       
(B) বিন্দুসার       
(C) চন্দ্রগুপ্ত মৌর্য       
(D) ধনানন্দ

Correct Answer: [C] চন্দ্রগুপ্ত মৌর্য       ।
Add
88. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন  ?      
(A) অম্ভি    
(B) মহাপদ্ম    
(C) পুরু    
(D) উপরের সবাই  ?
[WBCS - 2018]

Correct Answer: [C] পুরু    ।
Add
89. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?       
(A) বোধগয়া      
(B) শ্রাবস্তী       
(C) সারনাথ       
(D) বৈশালী

Correct Answer: [C] সারনাথ       ।
Add
90. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?     
(A) পাঞ্জাব     
(B) রাজস্থান     
(C) সিন্ধু     
(D) গুজরাট
[WBCS - 2018]

Correct Answer: [A] পাঞ্জাব     ।
Add


0 Comments:

Post a Comment