Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ Practice Set in Bengali on Indin Economy in Bengali P17


Page 17

81. ECF কী ?
(A) Economic Capital Framework
(B) Equity Cash Flow
(C) Entity Concept Fund
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2019]

Correct Answer: [A] Economic Capital Framework।
Add
82. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ?
(A) পঞ্চম পরিকল্পনা
(B) ষষ্ঠ পরিকল্পনা
(C) সপ্তম পরিকল্পনা
(D) অষ্টম পরিকল্পনা
[WBCS - 2011]

Correct Answer: [B] ষষ্ঠ পরিকল্পনা।
Add
83. দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পুর্ণ হয়েছে ?
(A) 3টি
(B) 4টি
(C) 1টি
(D) 6টি ।
[WBCS - 2011]

Correct Answer: [D] 6টি ।।
Add
84. দশম পরিকল্পনার অর্থবরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উত্সাহিত করেছিল ?
(A) কৃষি
(B) শক্তি
(C) সামাজিক পরিসেবা
(D) যোগাযোগ ব্যবস্থা ।
[WBCS - 2011]

Correct Answer: [A] কৃষি।
Add
85. দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরীবদের প্রভূত সহায়তা করেছে ?
(A) জওহর রোজগার যোজনা
(B) ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প
(C) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প
(D) কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প
[WBCS - 2012]

Correct Answer: [D] কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প।
Add


0 Comments:

Post a Comment