Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval History of India in Bengali Language For WBPSC P6


Page 6

26. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?     
(A) আকবর      
(B) জাহাঙ্গীর      
(C) শাহজাহান      
(D) ঔরংজেব
[WBCS 2019]

Correct Answer: [B] জাহাঙ্গীর      ।
Add
27. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?        
(A) আকবর    
(B) মহম্মদ বিন তুঘলক    
(C) ইলতুৎমিস    
(D) আলাউদ্দিন খিলজি   ।
[WBCS - 2011]

Correct Answer: [D] আলাউদ্দিন খিলজি   ।।
Add
28. আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —     
(A) বদাউনি      
(B) আবুল ফজল        
(C) শেখ মুবারক      
(D) ফৈজি
[WBCS - 2017]

Correct Answer: [B] আবুল ফজল        ।
Add
29. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?       
(A) জাহাঙ্গীর     
(B) শাহজাহান      
(C) আকবার      
(D) ঔরঙ্গজেব
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
30. সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত  
(A) এক প্রকার অভিবাদন    
(B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী     
(C)   কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান    
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [C]   কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান    ।
Add


0 Comments:

Post a Comment