Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

মধ্যযুগের ভারতের ইতিহাস PDF Download MCQ P2


Page 2

6. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?      
(A) 1498 খ্রিস্টাব্দে      
(B) 1409 খ্রিস্টাব্দে      
(C) 1496 খ্রিস্টাব্দে      
(D) 1492 খ্রিস্টাব্দে
[WBCS 2019]

Correct Answer: [A] 1498 খ্রিস্টাব্দে      ।
Add
7. বাবরনামা' -র লেখক ছিলেন      
(A) আবুলফজল    
(B) ফিরদৌসি    
(C) আফিফ    
(D) বাবর ।
[WBCS - 2011]

Correct Answer: [D] বাবর ।।
Add
8. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?     
(A) ফরাসি      
(B) ওলন্দাজ       
(C) পোর্তুগিজ     
(D) ইংরেজ
[WBCS - 2018]

Correct Answer: [C] পোর্তুগিজ     ।
Add
9. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?       
(A) গোপাল     
(B) বল্লাল সেন     
(C) লক্ষ্মন সেন     
(D) ধর্মপাল
[WBCS - 2013]

Correct Answer: [B] বল্লাল সেন     ।
Add
10. বক্সারের যুদ্ধ ঘটে     
(A) 1762 খ্রিস্টাব্দে     
(B) 1764 খ্রিস্টাব্দে      
(C) 1768 খ্রিস্টাব্দে    
(D) 1772 খ্রিস্টাব্দে
[WBCS 2019]

Correct Answer: [B] 1764 খ্রিস্টাব্দে      ।
Add


0 Comments:

Post a Comment