Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History MCQ Practice Set For Govt Exam WBPSC P3


Page 3

11. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন     
(A) শাহজাহান     
(B) ওরংজেব      
(C) আকবর     
(D) জাহাঙ্গীর
[WBCS 2019]

Correct Answer: [C] আকবর     ।
Add
12. ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?  
(A) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা   
(B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ  
(C) ভোজনালয়  
(D)   উপরের কোনোটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [B] সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ  ।
Add
13. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন  ?       
(A) মন সিংহ      
(B) টোডরমল       
(C) ভগবন্ত দাস      
(D) বীরবল
[WBCS - 2018]

Correct Answer: [D] বীরবল।
Add
14. নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?
(A) রাজা মান সিং
(B) টোডরমল
(C) তানসেন
(D) রাজা বীরবল
[WBCS - 2016]

Correct Answer: [D] রাজা বীরবল।
Add
15. নিম্নলিখিত কে 'দীন-ই-ইলাহী' র সদস্য হন ?       
(A) রাজা মান সিং    
(B) টোডরমল      
(C) তানসেন     
(D) রাজা বীরবল
[WBCS - 2013]

Correct Answer: [D] রাজা বীরবল।
Add


0 Comments:

Post a Comment