Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস প্রশ্ন পিডিএফ Download P16


Page 16

76. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন  ?       
(A) মাহমুদ লোদী    
(B) হিমু    
(C) রাণা সঙ্গ    
(D) এদের কেউই নয় 
[WBCS - 2012]

Correct Answer: [C] রাণা সঙ্গ    ।
Add
77. কর্ণাটকের যুদ্ধ হয়েছিল      
(A) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে      
(B) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে      
(C) ডাচ ইস্ট ইন্ডিয়া কোং ও পর্তুগীজ-দের মধ্যে      
(D) ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোং ও ডাচ (ওলন্দাজ) -দের মধ্যে
[WBCS 2019]

Correct Answer: [A] ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে      ।
Add
78. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?       
(A) ইলতুৎমিস     
(B) আলাউদ্দিন খিলজি    
(C) গিয়াসউদ্দিন বলবন    
(D) মহম্মদ বিন তুঘলক  ।
[WBCS - 2011]

Correct Answer: [A] ইলতুৎমিস     ।
Add
79. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন  ?     
(A) মান সিংহ     
(B) অমর সিংহ      
(C) উদয় সিংহ      
(D) যশবন্ত সিংহ
[WBCS - 2018]

Correct Answer: [D] যশবন্ত সিংহ।
Add
80. কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন  ?       
(A) ফারুখশিয়ার     
(B) বাহাদুর শাহ    
(C) মহম্মদ শাহ    
(D) শাহ আলম
[WBCS - 2012]

Correct Answer: [C] মহম্মদ শাহ    ।
Add


0 Comments:

Post a Comment