Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History Multiple Choice Question with Answers P58


Page 58

286. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —
(A) মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
(B) 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
(C) 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
(D) 'ভারত বিভাগ' -এর সঙ্গে
[WBCS - 2019]

Correct Answer: [A] মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে।
Add
287. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি ?
(A) বিহার
(B) মাদ্রাজ
(C) ওড়িশা
(D) পাঞ্জাব
[WBCS - 2016]

Correct Answer: [D] পাঞ্জাব।
Add
288. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন ?
(A) জওহরলাল নেহরু
(B) ভূলাভাই দেশাই
(C) তেজ বাহাদুর সপরু
(D) পূর্বে উক্ত সকলেই
[WBCS - 2015]

Correct Answer: [D] পূর্বে উক্ত সকলেই।
Add
289. National Council of Education এর প্রতিষ্ঠাতা কে?
(A) রাজা এস। মল্লিক
(B) সতীশ চন্দ্র মুখার্জী।
(C) আরবীন্দ ঘোষ
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

Correct Answer: [D] রবীন্দ্রনাথ ঠাকুর।
Add
290. The geography of the Puranas বইয়ের লেখক কে?
(A) স্বামী প্রানবানন্দ
(B) স্বামী বিবেকানন্দ।
(C) মুনিস রাজা
(D) এস মুজাফফর আলী

Correct Answer: [D] এস মুজাফফর আলী।
Add


0 Comments:

Post a Comment