Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern Indian History Best MCQ in Bengali P32


Page 32

156. 1921 -এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?
(A) আসাম
(B) কেরল
(C) পাঞ্জাব
(D) বাংলা
[WBCS - 2016]

Correct Answer: [B] কেরল।
Add
157. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে ?
(A) সি. আর. দাশ
(B) সুভাষচন্দ্র বসু
(C) জহরলাল নেহরু
(D) এম. কে. গান্ধি
[WBCS - 2019]

Correct Answer: [D] এম. কে. গান্ধি।
Add
158. 1942 -এর ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন ?
(A) লিনলিথগো
(B) উইলিংটন
(C) ওয়াভেল
(D) মিন্টো
[WBCS - 2016]

Correct Answer: [A] লিনলিথগো।
Add
159. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857" ?
(A) ভাইসরয় লর্ড লিনলিথগো
(B) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
(C) চিয়াং কাই শেক
(D) উইনস্টন চার্চিল
[WBCS - 2018]

Correct Answer: [A] ভাইসরয় লর্ড লিনলিথগো।
Add
160. অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল
(A) ক্ষুদিরাম বোস দ্বারা
(B) ভি. ডি. সাভারকর দ্বারা
(C) প্রফুল্ল চাকী দ্বারা
(D) ভগৎ সিংদ্বারা
[WBCS - 2018]

Correct Answer: [B] ভি. ডি. সাভারকর দ্বারা।
Add


0 Comments:

Post a Comment