Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern Indian History MCQ and Practice Set P66


Page 66

325. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(A) ব্রহ্মবন্ধু উপধারা
(B) বরেন্দ্র ঘোষ।
(C) কৃষ্ণ কুমার মিত্র
(D) ভূপেন্দ্রনাথ দত্ত

Correct Answer: [B] বরেন্দ্র ঘোষ।।
Add
326. যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন —
(A) রিপন
(B) লিটন
(C) মেয়ো
(D) কার্জন
[WBCS - 2017]

Correct Answer: [C] মেয়ো।
Add
327. ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন ?
(A) প্রফুল্ল চাকী
(B) পুলিন দাস
(C) এস. এন. সান্যাল
(D) যতীন্দ্রনাথ মুখার্জী
[WBCS - 2018]

Correct Answer: [B] পুলিন দাস।
Add
328. তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল ?
(A) তেলঙ্গানা
(B) মালাবর।
(C) বাংলা
(D) দিল্লি

Correct Answer: [C] বাংলা।
Add
329. দিকদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
(A) মার্শম্যান
(B) রামমোহন রায়
(C) সিসির কুমার ঘোষ
(D) দ্বারকনাথ ঠাকুর

Correct Answer: [A] মার্শম্যান।
Add


0 Comments:

Post a Comment