Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History MCQ From Previous Year in Bengali P50


Page 50

246. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ?
(A) ভারতীয় সংবিধানের সংস্কার
(B) প্রশাসনিক সংস্কার
(C) শিক্ষা সংস্কার
(D) জেল কোড সংস্কার
[WBCS - 2015]

Correct Answer: [A] ভারতীয় সংবিধানের সংস্কার।
Add
247. সাঁওতালদের কাছে কোন স্থান দামিন-ই-কোহো নামে পরিচিত ছিল?
(A) ধলভূম
(B) পালামাউ।
(C) রাজমহল পাহাড়
(D) হাজারীবাগ

Correct Answer: [C] রাজমহল পাহাড়।
Add
248. সার্ভেন্টস অফ ইন্ডিয়া' সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন—
(A) এম.এন. যোশী
(B) এইচ. এন. কুঞ্জুর
(C) বি.জি. তিলক
(D) ভি.ডি. সাভারকর।
[WBCS - 2011]

Correct Answer: [B] এইচ. এন. কুঞ্জুর।
Add
249. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?
(A) উইলিয়াম বেন্টিঙ্ক
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ডালহৌসি
[WBCS - 2017]

Correct Answer: [C] লর্ড ক্যানিং।
Add
250. সতী' প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল—
(A) 1795
(B) 1800
(C) 1829
(D) 1858
[WBCS - 2017]

Correct Answer: [C] 1829।
Add


0 Comments:

Post a Comment