Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History MCQ From Previous Year in Bengali P50


Page 50

246. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ?
(A) ভারতীয় সংবিধানের সংস্কার
(B) প্রশাসনিক সংস্কার
(C) শিক্ষা সংস্কার
(D) জেল কোড সংস্কার
[WBCS - 2015]

Correct Answer: [A] ভারতীয় সংবিধানের সংস্কার।
Add
247. সাঁওতালদের কাছে কোন স্থান দামিন-ই-কোহো নামে পরিচিত ছিল?
(A) ধলভূম
(B) পালামাউ।
(C) রাজমহল পাহাড়
(D) হাজারীবাগ

Correct Answer: [C] রাজমহল পাহাড়।
Add
248. সার্ভেন্টস অফ ইন্ডিয়া' সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন—
(A) এম.এন. যোশী
(B) এইচ. এন. কুঞ্জুর
(C) বি.জি. তিলক
(D) ভি.ডি. সাভারকর।
[WBCS - 2011]

Correct Answer: [B] এইচ. এন. কুঞ্জুর।
Add
249. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?
(A) উইলিয়াম বেন্টিঙ্ক
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ডালহৌসি
[WBCS - 2017]

Correct Answer: [C] লর্ড ক্যানিং।
Add
250. সতী' প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল—
(A) 1795
(B) 1800
(C) 1829
(D) 1858
[WBCS - 2017]

Correct Answer: [C] 1829।
Add


0 Comments:

Post a Comment