Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation for Government Jobs in West Bengal for Graduates P20


Page 20

96. অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —
(A) নর্মদা এবং তাপ্তী
(B) নর্মদা এবং মহানদী
(C) তাপ্তী এবং বেতোয়া
(D) তাপ্তী এবং শোন
[WBCS - 2016]

Correct Answer: [B] নর্মদা এবং মহানদী।
Add
97. নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?
(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
[WBCS - 2016]

Correct Answer: [C] নাগাল্যান্ড।
Add
98. তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন্‌ প্রণালী দ্বারা?
(A) বেরিং প্রণালী
(B) লুজন প্রণালী
(C) কুক প্রণালী
(D) ব্যাস প্রণালী
[WB Gr. D - 2017]

Correct Answer: [D] ব্যাস প্রণালী।
Add
99. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উত্স হল—
(A) কূপ ও নলকূপ
(B) খাল
(C) জলাশয়
(D) সাগর ও মহাসাগর ।
[WBCS - 2011]

Correct Answer: [A] কূপ ও নলকূপ।
Add
100. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—
(A) টোপোগ্রাফিকাল মানচিত্র
(B) স্যাটেলাইট ইমেজারী
(C) জি. আই. এস.
(D) অক্সফোর্ড অ্যাটলাস ।
[WBCS - 2011]

Correct Answer: [A] টোপোগ্রাফিকাল মানচিত্র।
Add


0 Comments:

Post a Comment