Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation of Indian Geography For WB Govt Jobs P22


Page 22

106. কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
(A) হিন্দু
(B) অক্ষ
(C) ভারতী
(D) ইন্দ্রপ্রস্থ
[WBCS - 2012]

Correct Answer: [C] ভারতী।
Add
107. প্রশান্ত মহাসাগরের 'এল নিনো' ভারতের—
(A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে
(B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে
(C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে
(D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে
[WBCS - 2012]

Correct Answer: [B] মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে।
Add
108. গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—
(A) ব-দ্বীপ
(B) এস্টুয়ারি
(C) 'Birdsfoot' ব-দ্বীপ
(D) চ্যুতি রেখা
[WBCS - 2012]

Correct Answer: [A] ব-দ্বীপ।
Add
109. পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—
(A) 'Cliff'
(B) 'Autochthonous nappe'
(C) 'Fault scarp'
(D) 'Rockey outlier'
[WBCS - 2012]

Correct Answer: [B] 'Autochthonous nappe'।
Add
110. বর্তমানে ভারতে গড় আয়ু কত ?
(A) 45 বছর
(B) 60 বছর
(C) 70 বছর
(D) 65 বছর
[WBCS - 2012]

Correct Answer: [D] 65 বছর।
Add


0 Comments:

Post a Comment