Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Preparation in Bengali For SSC, WBPSC, State PSCs Exam P19


Page 19

91. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত —'Agricultural Marketing and Farm Friendly Reforms Index' ?
(A) NITI Aayog
(B) Ministry of Agriculture
(C) Commission for Agricultural Costs and Prices (CACP)
(D) কোনোটিই নয়
[WBCS - 2019]

Correct Answer: [A] NITI Aayog।
Add
92. United Sovereign Bengal' -এরadvocate-দের মধ্যে একজন ছিলেন ?
(A) H.S. Surhawardi
(B) Shyamaprasad Mukherjee
(C) Maulana Abdul Kalam Azad
(D) উপরের কেউই নন
[WBCS - 2019]

Correct Answer: [A] H.S. Surhawardi।
Add
93. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article -এ নিশ্চিত করা হয়েছে ?
(A) Article 16
(B) Article 17
(C) Article 1
(D) Article 19
[WBCS - 2019]

Correct Answer: [D] Article 19।
Add
94. ভারতীয় সংবিধানের 86 নং সংশোধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য ?
(A) early childhood care and education for all children until they complete the age of six years.
(B) the state to provide free legal aid
(C) encouraging village panchayats,
(D) prohibiting intoxicating drinks and drugs injurious to health.
[WBCS - 2019]

Correct Answer: [A] early childhood care and education for all children until they complete the age of six years.।
Add
95. ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়
(A) পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ।
(B) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ।
(C) লোকসভায় এককভাবে ।
(D) রাজ্যসভায় একক ভাবে ।
[WBCS - 2019]

Correct Answer: [A] পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ।।
Add

0 Comments:

Post a Comment